শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় বাঁধের ব্লক পড়ে নৌকাডুবে দুই শ্রমিক নিখোঁজ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধায় বাঁধের ব্লক পড়ে নৌকাডুবে দুই শ্রমিক নিখোঁজ 

গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বাঁধের কংক্রিটের ব্লক পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন যাত্রীসহ পাঁচ থেকে সাতজন।

গত শনিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার (নতুনবন্দর কামারচান্দি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এবং দুই শ্রমিক নিখোঁজের বিষয়টি জানিয়েছেন সুন্দরগঞ্জ ইউএনও তরিকুল ইসলাম।

এ সময় দুর্ঘটনাস্থলে থাকা ইউএনও তরিকুল ইসলাম বলেন, উপজেলার বাবুর বাজার এলাকায় বাঁধে পানি উন্নয়ন বোর্ডের ব্লক বসানোর কাজ চলছিল। বিকেলে হঠাৎ সেই ব্লক বাঁধ সংলগ্ন নদীতে থাকা একটি নৌকায় এসে পড়ে। তৎক্ষণিক নৌকাটি ডুবে যায়। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ থেকে সাতজন। ডুবে যাওয়া নৌকা থেকে সবাই উঠতে পারলেও শেষ পর্যন্ত দুই শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি।

এ সময় তিনি আরও বলেন, আমরা গাইবান্ধা ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছলেই আনুষ্ঠানিক উদ্ধার কাজ শুরু করা হবে। তবে তাৎক্ষণিক নিখোঁজ ওই দুই শ্রমিকের নাম-পরিচয় জানাতে পারেনি ইউএনও।

টিএইচ